সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্রীপুরে প্রতিবন্ধী ও অর্টিজম বিদ্যালয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি প্রদান

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

মাগুরার শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে মঙ্গলবার দিনব্যাপী ফিজিওথেরাপি কার্যক্রম পরিচালিত হয়েছে। মাগুরা জেলা প্রতিবন্ধী অফিসের আয়োজনে ও শ্রীপুর প্রতিবন্ধী ও অর্টিজম বিদ্যালয়ের সহযোগিতায় ২২ নং ভ্রাম্যমাফিজিওথেরাপি ভ্যানের মাধ্যমে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলু রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সুমন মজুমদারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার নেতৃত্বে দুইশতাধিক প্রতিবন্ধী ও অটিজম শিশু-কিশোরকে ফিজিওথেরাপি প্রদান করা হয়এবং এ প্রক্রিয়া ভবিষ্যতেও চলমান থাকবে।

একুশে সংবাদ/এস কে
 

সারাবাংলা বিভাগের আরো খবর