সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল শুরু

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২২ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পার্বতীপুর স্টেশন মাস্টার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসার সময় মালবাহী ট্রেনের ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুলভ্যান এসে গাড়ি উদ্ধার কাজ শুরু করে। পরে সাত ঘণ্টা চেষ্টার পর লাইচ্যুত ট্রেনটি উদ্ধার করা হয়। ফলে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, রেললাইনের স্লিপার পরিবর্তনের কাজ করায় ট্রেন লাইনচ্যুতের এ দুর্ঘটনা ঘটেছে।


একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

 

সারাবাংলা বিভাগের আরো খবর