সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হাঁসের বাচ্চা ফুটিয়ে সফলতা অর্জনে ইয়াসিন মিয়াকে সংবর্ধনা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

বাংলাদেশ রাস ওয়েলফেয়ার সোসাইটি মদন, নেত্রকোনার উদ্যোগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুটুরিকোণা গ্রাম নিবাসী মোঃ ইয়াসিন মিয়াকে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁস, মুরগীর বাচ্চা ফুটিয়ে খামারিদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের দেওয়ান বাজার রোডস্থ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ আব্দুল আউয়াল ফকির। সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রেষ্ঠ উদ্যোক্তা মোঃ ইয়াসিন মিয়া। 

এছাড়া আরো বক্তব্য দেন মদন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আল আমীন তালুকদার, সাবেক সভাপতি জাকির হোসেন তালুকদার উজ্জল, অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ আব্দুল মালেক, মোঃ সানাউল্লাহ, মোঃ মাহাবুব আলম ও মোঃ সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে দেশ-বিদেশে খামারিদের আত্মসামাজিক উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখায় মোঃ ইয়াসিন মিয়াকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ রাস ওয়েলফেয়ার মদন, নেত্রকোণার সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও দৈনিক ভোরের দর্পন মদন প্রতিনিধি, মোঃ মোশারফ হোসেন বাবুল ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন যৌথভাবে শ্রেষ্ঠ উদ্যোক্তা মোঃ ইয়াসিন মিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

 

একুশে সংবাদ/সা.খা.উ/সা.আ

সারাবাংলা বিভাগের আরো খবর