সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাতক্ষীরা টিটিসিতে বহুমুখী পাটজাত পণ্যের সমাপনী অনুষ্ঠান

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে এসএমই ফাউন্ডেশন ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ ( নাসিব) যৌথ উদ্যোগে ও (নাসিব) সাতক্ষীরা জেলা শাখার সহযোগিতায়, বহুমুখী পাট জাত পণ্য তৈরি করুণ ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিধানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪:০০ টা সময় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টি টি সি  কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম ই ফাউন্ডেশন ঢাকার সহকারি মহাব্যবস্থাপক, জনাব মোহাম্মদ আব্বাস আলী।

সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব  তো করেন নাসিব সাতক্ষীরা জেলার সভাপতি মিস নুর জাহান ইসলাম।

অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে ০৫ দিনব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

একুশে সংবাদ/স.শ.প্র/জাহা

 

সারাবাংলা বিভাগের আরো খবর