সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মনপুরা উপজেলার কালকিনিতে অবৈধ বিহিন্দী জালের বিস্তার

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

ভোলার মনপুরা উপজেলার একটি চর যার নাম কালকিনি সেখানে হাজারো অবৈধ বিহিন্দী জালের বিস্তার নেই উপজেলা প্রশাসনের নজরদারী। জেলেরা
অবৈধ এই বিহিন্দী জাল দিয়ে ছোট ছোট লক্ষ কুঠি মাছের পোনা নষ্ট করে এই জাল দিয়ে।

তাই জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য অফিস ও কোষ্টগার্ডের নজরদারী বাড়ানো দরকার বলে মনে করে মৎস্য বিশেষজ্ঞরা বলছেন এই ভাবে যদি বিভিন্ন মাছের পোনা নষ্ট করে তাহলে আগামী দিনগুলোতে হয়তো বা নদীতে সকল ধরনের মাছের সংকট দেখা দিতে পারে।

জেলা মৎস্য কর্মকর্তা মো আবুল কালাম আজাদ বলেন, মনপুরা সংলগ্ন কালকিনিতে অবৈধ বিহিন্দী জাল দিয়ে মাছ ধরার বিষয়টি আমার জানা ছিলনা। এখন বিষয়টি আমার নজরে এসেছে আমরা সেখানে অভিযান পরিচালনা করব এবং মনপুরা কোষ্টগার্ড ও মৎস্য অফিসকে অবহিত করব এবং চরফ্যাশন শশীভূষনের মৎস্য কর্মকর্তা  সহ কোষ্টগার্ডের কমান্ডারকে অবহিত করব যে দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে।

 

একুশে সংবাদ/কা. হো.স্টাফ/সা.আ

সারাবাংলা বিভাগের আরো খবর