সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কেন্দুয়ায় টিসিবির পণ্য নির্ধারিত মূল্যে বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

নেত্রকোনার কেন্দুয়ায় সরকারের দেয়া টিসিবির পণ্য নির্ধারিত মূল্যে বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রাজিব হোসেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে  কেন্দুয়া পৌরসভার ৪,৫,ও ৬ নং ওয়ার্ডের ফেব্রুয়ারী মাসের টিসিবির পণ্য সরকার নির্ধারিত মুল্যে বিক্রয়ের

কার্যক্রম সাউদপাড়া ফিলিং স্টেশন প্রাঙ্গনে সংশ্লিষ্ট ডিলারের কার্যালয় প্রাঙ্গনে উদ্বোধন করা হয়।

উদ্বোধন কালে কেন্দুয়ার ভারপ্রাপ্ত (ইউএনও) মো, রাজিব হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ মানবিক উদ্যোগ  সরকারের ভর্তুকির টিসিবির পণ্য কার্ড ছাড়া দেওযা যাবে না। সরকারের উদ্যোগ যাতে কোথাও প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট ডিলার হাবিবুর রহমান বকুলকে পরামর্শ দেন।

উল্লেখ্য মোট ৭৯৮ জন কার্ডধারী থাকলেও প্রত্যেককে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে টিসিবির পন্য সংগ্রহের পরামর্শ দেন পাশাপাশি মেসার্স বীনা এন্টারপ্রাইজের টিসিবির পন্য বিক্রয় কার্যক্রমের ব্যাবস্থাপনার জন্য ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ভারপ্রাপ্ত)মো.রাজিব হোসেন।


একুশে সংবাদ/আ.গ.প্র/জাহা
 

সারাবাংলা বিভাগের আরো খবর