সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাঙ্গুনিয়া মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলে পিঠা উৎসব

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০১ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

বাঙ্গালীর সংস্কৃতিতে পিঠা একটি অবিচ্ছেদ্য অংশ। পিঠা ছাড়া বাঙ্গালীর শীত যেন পরিপূর্ণতা পায়না। চিরায়ত ঐতিহ্যকে সমুন্নত রাখতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের শীতকালীন পিঠা উৎসব উপলক্ষে স্কুল মিলনায়তনে শতাধিক বাহারী ডিজাইন ও ভিন্ন স্বাদের সাজানো হয়েছে দেশী বিদেশী নাম জানা অজানা হরেক রকমের পিঠা। ব্যতিক্রমী এ আয়োজনে স্কুল শিক্ষার্থীদের ৩৭ জন অভিভাবক অংশ গ্রহণ করেন। এদিকে আগত অতিথিরা পিঠার স্বাদ গ্রহণ ও নাম্বারিং এর মাধ্যমে বিজয়ী নির্ণয় করেন। 

এর আগে পিঠা উৎসব উপলক্ষে আলোচনা সভা মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মুহাম্মদ করিম উদ্দিন হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু।

স্কুল পরিচালনা পরিষদের সদস্য রবিউল মোস্তফা রাফি‍‍`র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চুয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক মুহাম্মদ শহিদুল্লাহ কায়সার,  রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ নাছির, সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, অর্থ দপ্তর সম্পাদক জগলুল হুদা, স্কুল পরিচালনা পরিষদের সদস্য মুহাম্মদ আবু বক্কর, মহিলা সদস্য জেসমিন আক্তার, রাঙ্গুনিয়া প্রবাসী গাউসিয়া পরিষদের সভাপতি নুরুল ইসলাম আহমেদ,  রেহেনুমা ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মুফিজুর রহমান, স্কুলের উপাধ্যক্ষ রিমা আক্তারসহ স্কুল শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। 

একুশে সংবাদ/এস কে

সারাবাংলা বিভাগের আরো খবর