সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জামালপুরে বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধন

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:০৯ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকীতে ৩৩/১১ কেভি এমভিএ বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) মেলান্দহ উপজেলার ভাবকীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের  বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ময়মনসিংহ জোনের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সহযোগীতায় বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বোর্ডের  সদস্য প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ জোনের প্রধান প্রকৌশলী মোঃ এমদাদুল হক, আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবুর রহমান প্রমুখ।

বক্তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আশপাশের কৃষি সেচ কার্য পরিচালনা, বিভিন্ন সরকারী স্থাপনায় লোডসেডিং মুক্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ দেওয়ার মাধ্যমে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।

জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকীতে ১ একর জমির উপর নির্মিত জামালপুর ৩৩/১১ কেভি এমভিএ  বিদ্যুৎ উপকেন্দ্রটি স্থাপনে ব্যয় হয়েছে  ১০ কোটি ৫২ লাখ টাকা।


একুশে সংবাদ/ল.ল.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর