সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিবপুরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবীতে মানববন্ধন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৪

নরসিংদীর শিবপুরে নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিকরণ কার্যক্রমের আওতায় অভিবাসন খরচ কমানো, এয়ারপোর্টে হয়রানি ও প্রতারণা বন্ধ,নারী অভিসাসী শ্রমিকদের নির্যাতন ও নিপীড়ন মুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা)। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ) বেলা ১১টায় শিবপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বমসার ফিল্ড ফ্যাসিলেটর রুবি বেগম, প্রোগ্রাম অফিসার প্রবির কুমার বিশ্বাস, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, প্রচার সম্পাদক ডলিম খান প্রমুখ।মানববন্ধনে বিদেশ ফেরত নারী অভিবাসী শ্রমিক অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে নারী অভিবাসী শ্রমিকদের বৈধ ও নিরাপদে বিদেশ গমন, সরকারের অনুমোদন প্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে শ্রমিক প্রেরণ, বিদেশ গমনে অতিরিক্ত ব্যয় পরিহার করা, বিদেশে অভিবাসী শ্রমিকদের কাজের নিশ্চয়তা দেয়া, দেশে বিদেশে দালালদের হয়রানি বন্ধ করা, বিদেশে কর্মরত শ্রমিকদের বোনাসের ব্যবস্থা করা, বিদেশের জেলখানায় বাংলাদেশী শ্রমিকদের বন্দী অবস্থা থেকে মুক্তি ও নিজ দেশে ফেরত আনা, অভিবাসী শ্রমিকদের কর্মঘন্টার ন্যায্য মজুরী পাওয়ার ব্যবস্থা করা, বিদেশে কর্মকালীন সময়ে শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা, দেশে ও বিদেশে অভিবাসী শ্রমিক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।

একুশে সংবাদ/এস কে

সারাবাংলা বিভাগের আরো খবর