সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চোরাই স্বর্ণসহ চট্টগ্রামে  স্বাস্থ্য কর্মকর্তা আটক

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রামে অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণের চারটি বার পাচারের সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তাসহ দুজনকে আটক করা হয়েছে। আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার। আটক ওই কর্মকর্তার নাম ডা. শরীফ। 

তবে আটক অন্যজনের নাম জানা যায়নি। তিনি সকাল সাড়ে ৯ টায় শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইটের যাত্রী ছিলেন। সিআইআইডির সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার জানান, সকালে বিমানটি অবতরণের পর ওই বিমানের এক যাত্রী অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণগুলো ডা. শরীফকে দেন। 

তিনিই পাচার করছিলেন। পরে তাকে স্ক্যান করা হয়, স্ক্যানে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রতিটা বারের ওজন ছিল ১১৬ গ্রাম। তিনি বলেন, এটা সম্মিলিত অভিযান ছিল, কাস্টমস, সিআইআইডি, শুল্ক গোয়েন্দা, অন্য দুই গোয়েন্দা সংস্থাও ছিল। আর স্বাস্থ্য কর্মকর্তা ছাড়াও ওই যাত্রীকেও আটক করা হয়েছে।

 

একুশে সংবাদ/এস কে 

সারাবাংলা বিভাগের আরো খবর