সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খাগড়াছড়িতে তথ্য প্রযুক্তিতে নারী ক্ষমতায়নে ল্যাপটপ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৪

খাগড়াছড়ি তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের “হার পাওয়ার প্রকল্পের” আওতায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে তিন উপজেলার ৭৫ নারীর মাঝে ল্যাপটপ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ জানুয়ারি) খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে ল্যাপটপ তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও মাটিরাঙা উপজেলার ৭৫ জন নারীর মাঝে এ ল্যাপটপ বিতরণ করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন হার পাওয়ার উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন। 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শান্তি, সম্প্রীতি, সহাবস্থান নিশ্চিত করতে পাহাড়ে সকলে নিজ অবস্থান থেকে কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলে সহযোগিতা কামনা করে তিনি বলেন,পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস,ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার হাতটাই পারে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করতে। তাই স্বস্ব অবস্হান থেকে কাজ করতে হবে,তাহলেই কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সদর উপজেলার ইউএনও নাঈমা ইসলাম, মাটিরাঙ্গার ইউএনও ডেজী চক্রবর্তী ও দীঘিনালার ইউএনও মো. মামুনুর রশীদ প্রমুখ।

একুশে সংবাদ/এস কে 

সারাবাংলা বিভাগের আরো খবর