সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাউফলে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর লড়াই

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৪

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের উপ-নির্বাচনে    ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান পদে ৬জন প্রর্থী লড়াই করেছেন। 

এদের মধ্যে অধিকাংশ প্রার্থী ক্ষমতাসীন দল আওমী লীগের। এদেরকে নিয়ে গ্রাম-গঞ্জে আলোচনার ঝড় উঠেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ইউনিয়ন আ‍‍`লীগের সভাপতি সালেহ উদ্দিন পিকু চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। 

২০২৩ সালের ১৪ আগষ্ট বার্ধক্যজনিত কারণে সালেহ উদ্দিন পিকুর মৃত্যু হয়। সে কারণে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন গত ২৪ জানুয়ারি উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন এবং আগামী ৯ মার্চ ভোট গ্রহণ।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাইছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে , নির্বাচনে আলোচিত সম্ভাব্য প্রার্থী কেশবপুর ইউনিয়ন আ‍‍`লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক অপু, ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বশার খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম টিটু, সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন আ‍‍`লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মালেক মিয়া, খাইরুল কবির নিপু, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন সুজন, ১নং প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য শাজাহান গাজী। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল হক জুয়েল।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর