সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শরণখোলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২২ জানুয়ারি, ২০২৪

বাগেরহাটে শরণখোলায় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে চার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম শামীম।  ২২ জানুয়ারি দুপুরে উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তায় এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে  শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম উপজেলার পাঁচ রাস্তা এলাকায় নিউ সাতক্ষীরা মিষ্টি ঘরকে বাসি মিষ্টি জাতীয় খাবার রাখার অভিযোগে ৫ হাজার টাকা, একই অপরাধে আদি সাতক্ষীরা মিষ্টি ভান্ডারকে ১ হাজার, মদিনা হোটেলকে ১ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় মুনিম ডায়াগনস্টিক সেন্টার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। এরা ভবিষ্যতে এধরণের অনিয়ম না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

একুশে সংবাদ/এস কে 

সারাবাংলা বিভাগের আরো খবর