সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

একুশে সংবাদ প্রকাশিত: ১১:২৭ এএম, ১০ জানুয়ারি, ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় চাঁদর বিছিয়েছে ঘন কুয়াশা। সকালে রাস্তা ঢেকে গেছে কুয়াশায়। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতের তীব্রতা উপেক্ষা করে কর্মস্থলে ছুটছেন শ্রমজীবীরা। 

স্থানীয়রা জানান, ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। রাস্তাগুলো যেন দেখাই যাচ্ছে না। তার পরেও যানবাহন ছুটে চলছে। রাস্তায় বের হতে ভয় লাগে-কখন ঘটে দুর্ঘটনা। 

ট্রাকচালক শামসুল আলম বলেন, ‘কুয়াশায় গাড়ি চালাতে গিয়ে অনেক কষ্ট হয়। সামনে লাইট জ্বলে, তার পরেও পথ পরিষ্কার দেখা যায় না। চরম ঝুঁকি নিয়ে রাস্তায় চলি। সামনে কত দুর্ঘটনা দেখেছি। দুর্ঘটনার কথা মনে পড়লেই ভয়ে জান আঁতকে ওঠে। বলা যায় গাড়ির চোখ দিয়ে আমাদের পথ চলতে হয়।’ 

কৃষি শ্রমিক রব্বান আলী বলেন, ‘কুয়াশা আর শীতের কারণে সময়মতো কাজে যোগ দিতে পারছেন না তাঁরা। কাজে যেতে দেড় থেকে দুই ঘণ্টা দেরি হচ্ছে। ঠান্ডায় কাজ করতে সমস্যা হয়, হাত-পা জমে যাওয়ার অবস্থা, আয়ও ভালো হয় না।’

এ বিষয়ে ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, বাতাসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এ অবস্থা আরও দু-এক দিন বিরাজ করতে পারে।

একুশে সংবাদ/এস কে 

সারাবাংলা বিভাগের আরো খবর