সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রি করায় এক ব্যাসায়ীকে  জরিমানা

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৯ পিএম, ৯ জানুয়ারি, ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যন আদালত।

মঙ্গলবার (৯.জানুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনাকালে ভেজাল সার সংরক্ষণ, বিপণন করে ‍‍`সার ব্যবস্থাপনা আইন, ২০০৬‍‍` লঙ্ঘন করায় মেসার্স জারা এগ্রো লিঃ নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড 

এবং আনুমানিক ১হাজর প্যাকেট ভেজাল জিপসাম সার জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নালিতাবাড়ী  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট ইলিশাই রিছিল।  এসময় উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ ও মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশাই রিছিল জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট/অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এস কে 

সারাবাংলা বিভাগের আরো খবর