সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মৌলভীবাজার-৩ আসন: প্রথমবারের চমক লাগানো বিজয়

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৩৬ এএম, ৮ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে (মৌলভীবাজার সদর-রাজনগর) প্রথমবার অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।

মৌলভীবাজার জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার ৩-আসনে (সদর ও রাজনগর) মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় মোট ১৭৪টি ভোট কেন্দ্রে জিল্লুর রহমান নৌকা প্রতীকে ১ লক্ষ ৬৭ হাজার ৮৪৬ টি ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আলতাফুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৯৮ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আব্দুল মুসাব্বির মশাল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৪৬। এ ছাড়া বাংলাদেশ ওয়াকার্স পার্টির তাপস কুমার ঘোষ হাতুড়ী প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭৮, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ মোমবাতি প্রতিকে পেয়েছেন ৭৯৫, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতিকে আবু বকর ৭০৪ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ফাহাদ আলম ছড়ি প্রতিকে পেয়েছেন ৯৪০ টি ভোট।

মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ৫০৭, বাতিল ভোট ২ হাজার ৫১৩টি। মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩১ হাজার ৮৪২ জন, আর নারী ২ লাখ ২৪ হাজার ৫৪৭ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

সদর ও রাজনগর উপজেলা নিয়ে নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন। বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এ আসনটিতে এবার নৌকার মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন। প্রথম বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান। এ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি সিআইপি এমএ রহিম।

নেছার আহমদ নৌকার মনোনয়ন না পাওয়ায় সংসদ সদস্য নেছার আহমদসহ জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এমএ রহিমকে সমর্থন দিয়ে প্রচারণা চালান। কিন্তু এমএ রহিমের মনোনয়ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, নির্বাচন কমিশন ও উচ্চ আদালতের আপিলে বাতিল হয়ে যাওয়ায় বিশিষ্ট শিল্পপতি জিল্লুর রহমান প্রথমবার নির্বাচনে নেমে বাজিমাত করতে সমর্থ হয়েছেন।


একুশে সংবাদ/এ.ম.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর