সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাঁচবো আর কয়দিন তাই ভোটটা দিয়ে গেলাম

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৫৩ পিএম, ৭ জানুয়ারি, ২০২৪

‘আমি অচল মানুষ, কয়দিনই আর বাচবো তাই ভোটটা দিয়ে গেলাম। মনের মতো দিতে পারছি, সমস্যা হয় নাই।’ এমন কথা বলেন আব্দুল কুদ্দুস মিয়া (৮০) নামের এক ব্যক্তি।

রোববার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ময়দানদীঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। 

শুধু ময়দানদীঘি নয় বিভিন্ন কেন্দ্রেই তাঁর মতো বয়স্ক ব্যক্তিদের ভোট দিতে দেখা যায়। উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র চোখে পড়ে।

শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে বলে জানা গেছে।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘আমরা এলাকা ঘুরে দেখেছি, মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে। সকাল থেকে এখনো অবস্থান ভালো, আশা করছি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। বিভিন্ন জায়গা আমাদের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে। এ ছাড়া সাধারণ কেন্দ্র থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমাদের বিশেষ নজর রয়েছে।

একুশে সংবাদ/এস কে 

 

সারাবাংলা বিভাগের আরো খবর