সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজশাহীতে ঈসমাইল নামে এক নৈশ প্রহরীকে হত্যা

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১ জানুয়ারি, ২০২৪

রাজশাহীর বিসিক শিল্পনগরীতে ঈসমাইল নামে এক নৈশ প্রহরীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার মধ্য রাতে ইউনাইটেড প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এর পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ঈসমাইল নগরীর শিরোইল কলোনী একালার ওসমান আলীর ছেলে ছিলেন।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নিহতের শরীরের পেছনে ছুরিকাঘাতের দুটি চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের সামনে থাকা এক প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিহত ঈসমাইল রাত দেড়টা পর্যন্ত কারখানায় দায়িত্ব পালন করেছেন। পরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।


ওসি আরও জানান, সকালে ওই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারিরা কাজে এসে দেখেন ঈসমাইল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই ইসমাইলকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর