সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক আহত

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১৮ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৩

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। 

গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর উপজেলার লোগাং ইউপির হারুবিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার দমদম এলাকার আবুল হাসেমের ছেলে আব্দুল রশিদ (৩৭) ও জিয়ানগর এলাকার মধু শাহর ছেলে আংকুর মিয়া (৩২)। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সুত্রে জানা যায়, লোগাং সীমান্ত সড়কের কাজ শেষ করে মোটরসাইকেলে করে রমজান আলী, আব্দুল রশীদ ও আংকুর মিয়া পানছড়িতে বাড়ি ফিরছিলেন। হারু বিল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের গুলির মুখে পড়েন তারা।

এসময় পেছনে বসা আংকুর মিয়ার ডান পাজরের নিচে গুলি লাগলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এরপরই আব্দুল রশীদের ডান হাত-পায়ে গুলি লাগে। এ অবস্থায় রমজান আলী মোটর সাইকলে না থামিয়ে গুলিবিদ্ধ আব্দুল রশীদকে নিয়ে লোগাং বাজারে চলে আসেন এবং স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।৷

পরে বিজিবির সহায়তায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া আংকুর মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ দুজনকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, ওই এলাকায় সন্ধ্যার পর যেকোনো ধরনের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল ইউপিডিএফ-প্রসীত গ্রুপ।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর