সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নড়াইলে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা বেকার থাকে না-এসপি মেহেদী হাসান

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৩

নড়াইলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে চাকরি মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়। নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এ চাকুরী মেলার আয়োজন করেন। এই মেলা আয়োজনে সহযোগিতায় ছিলেন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP)। 

নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ শতাধিক বেকার যুবক ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের নিযুক্ত রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (২৬ ডিসেম্বর) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। নড়াইলে চাকুরি মেলা প্রথমবারের মতো আয়োজন করা হয়। 

পুলিশ সুপার বলেন, বর্তমান যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ অনেক। বাংলাদেশ পুলিশে সিভিল স্টাফ হিসেবে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের চাহিদা রয়েছে।

এ সময় অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান, নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি; বিশেষ অতিথি ডাক্তার সাজেদা বেগম পলিন, সিভিল সার্জন শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়; জনাব মোহাম্মদ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার; জনাব মৌসুমী রানী মজুমদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নড়াইলসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবুল বাশার আল মামুন সিদ্দিকী ও ইনস্ট্রাক্টরগণ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর