সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রার্থিতা ফিরে পেলেন তাহমিনা আখতার মোল্লা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন তাহমিনা আখতার মোল্লা।

জেলা রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের শরণাপন্ন হন।

বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট শুনা‌নি শে‌ষে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তাহমিনা আখতার মোল্লাকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন প্রার্থী তাহমিনা আখতার মোল্লা। তিনি জানান, দীর্ঘ ২৪ দিন আই‌নি লড়াইয়ের পর আল্লাহর রহমতে প্রার্থীতা ফিরে পেয়েছি। প্রার্থিতা ফিরে পেতে ৫ই ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে যাই। আমি আশাবাদী ছিলাম যে আমি প্রার্থিতা ফিরে পাব।

তিনি আরো জানান, আমি ইতিপূর্বে উপজেলা ভাইস-চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে নিষ্ঠার সাথে কাজ করে আসছি। আমার বিশ্বাস ঠাকুরগাঁওয়ের আপামর মানুষ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী ৭ই জানুয়ারি তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করে জনগণের সেবা করার সুযোগ দিবে।

প্রসঙ্গত, ৪ই ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এক পার্সেন্ট ভোটারের সমর্থন কম দেখানোর অভিযোগে মনোনয়নপত্র বাতিল করে।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর