সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আনোয়ারায় বেপরোয়া গতিতে যানবাহন চলাচলে সতর্কতা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৩

এস এম সালাহউদ্দীন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বেপরোয়া গতিতে যানবাহন চলাচলে চালকদেরকে সর্তক করলো মোবাইল কোর্ট। এসময় লাইসেন্স না থাকায় ৮টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

সোমবার (২৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু টানেল রোডের চাতরী প্রান্তে মুখে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তিনি জানায়, সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলে মোটরসাইকেল মাইক্রোসহ সকল পরিবহণকে সতর্ক করা হয়। এছাড়াও গাড়ির রেজিস্ট্রেশন না থাকা, গাড়ি চালানোর লাইসেন্স না থাকাসহ সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে ৮ টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আনোয়ারা থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন।

একুশে সংবাদ/এস কে 

সারাবাংলা বিভাগের আরো খবর