সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নেত্রকোনা -৩ আসনে ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার  (১৮ ডিসেম্বর) নেত্রকোনা-৩  (কেন্দুয়া-আটপাড়া) আসনের প্রতিদ্ধন্দ্বী ৬ জন প্রার্থীর মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা গেছে,নেত্রকোনা -৩ আসনে প্রতীক পাওয়া প্রতিদ্ধন্দ্বী ৬ জন প্রার্থী হলেন  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  অসীম কুমার উকিল পেয়েছেন নৌকা প্রতীক,স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নবম জাতীয় সংসদ সদস্য, ডাকসু নেতা এবং বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মঞ্জুর কাদের কোরায়েশী পেয়েছেন ঈগল প্রতীক,সাবেক উপজেলা চেয়ারম্যান  এবং আওয়ামী লীগ মনোনীত দশম জাতীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু পেয়েছেন ট্রাক প্রতীক, জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঞা পেয়েছেন লাঙ্গল প্রতীক , ইসলামী ঐক্যজোট মনোনীত এহতেশাম সারোয়ার পেয়েছেন মিনার প্রতীক এবং  তৃনমূল বিএনপি মনোনীত মিজানুর রহমান খান পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নেত্রকোনা -৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনে জাকের পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ আসনে ৬ জন প্রার্থী চূড়ান্ত ভোট যুদ্ধে লড়বেন।আগামী ৭ জানুয়ারি সারা দেশে ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


একুশে সংবাদ/আ.গ.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর