সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে দিনব্যাপী অবরোধ

একুশে সংবাদ প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৩

ইউপিডিএফের ডাকে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে। সকালে অবরোধের সমর্থনে খাগড়াছড়ি শহরের ফায়ার সার্ভিস এলাকাসহ বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন দলটির কর্মীরা।

গত ১১ ডিসেম্বর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ চার নেতা।

অবরোধের কারণে জেলার দূরপাল্লার ও আন্ত:উপজেলার সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ, পর্যটকবাহী ও পণ্যবাহী গাড়িগুলো পাহারায় খাগড়াছড়ি শহরে প্রবেশ করে।

খাগড়াছড়ি বাজারে হাটবার হলেও ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি কম। অল্প কিছু সংখ্যক পাহাড়িরা হাটে আসেন কলাসহ বিভিন্ন পণ্য নিয়ে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছ, অবরোধ চলাকালে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছ।

একই দাবিতে গতকাল পানছড়ি উপজেলায় সাধারণ ধর্মঘট পালন করেছে ইউপিডিএফ।

একুশে সংবাদ/এএইচবি/এস কে  

সারাবাংলা বিভাগের আরো খবর