সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গৌরীপুর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস যাথাযোগ্য মর্যাদায় পুস্পমাল্য অর্পন,আলোচনা সভা,দোয়া ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। প্রথমে  শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদের স্বরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৪ টায় শালিহর বদ্ধভুমি বেদিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিমের সভপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. হারুন অর রশিদ,গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায়,উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম,ডিপুটি কমান্ডার নাজিম উদ্দিন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,সহকারী কমিশনার ভুমি মোঃ মাহবুব হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু,যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ,শারীরিক শিক্ষিকা নাদিরা জামান পান্না,মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,মোখলেছুর রহমান,রাখাল সরকার প্রমুখ।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর