সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পায়রা বন্দরে প্রথমবারের মতো ভিড়লো এলপিজিবাহী জাহাজ

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৩

তিন হাজার তিনশ মেট্রিকটন এলপিজি গ্যাস নিয়ে পায়রা বন্দরে প্রথমবারের মতো ভিড়লো  ‍‍`এমভি বসুন্ধরা এলপিজি চাতকী‍‍` নামে একটি জাহাজ।  বসুন্ধরা গ্রুপের এই জাহাজটি গত সোমবার বন্দেরর ইনারে এসে পৌঁছায়।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বন্দরের ইনার অ্যাংকরেজে থেকে এই জাহাজটি খালাস কার্যক্রম শুরু করে। বর্তমানে জাহাজটি থেকে লাইটারেজের মাধ্যমে ঢাকায় গ্যাস পাঠানো হচ্ছে।

এসটিএস অপারেশনের মাধ্যমে গভীরতম নদী পথে চর কাজল এলাকা দিয়ে তেতুলিয়া নদী ব্যবহার করে কম খরচে ও দ্রততম সময়ে ঢাকায় পরিবহন করা হচ্ছে। যার কারণে জাহাজটি পায়রা বন্দর থেকে খালাস কার্যক্রম শুরু করে। যা পায়রা বন্দরের মাধ্যমে এলপিজি আমদানির ক্ষেত্রে একটি মাইল ফলক।

এর আগে দুবাই থেকে আমদানিকৃত এলপিজি নিয়ে চট্রগ্রাম বন্দরে আসা একটি মাদারভ্যাসেল থেকে খালাস করে পায়রায় নিয়ে আসে ‍‍`এমভি বসুন্ধরা এলপিজি চাতকী‍‍`।

পায়রা বন্দরের উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, পায়রা বন্দরের ইতিহাসে এই প্রথম বসুন্ধরা গ্রুপের এলপিজি নিয়ে এমভি চাতকী বন্দরের ট্রান্সশিপমেন্ট অ্যাংকরেজে নোঙর করে। যা পায়রা বন্দরের মাধ্যমে প্রথম এলপিজি আমদানির ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে। আগামীতেও এলপিজি, কয়লা, পাথরসহ সকল ধরনের আমদানিকৃত পণ্য পায়রা বন্দরে খালাস কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর