সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নান্দাইলে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২২ পিএম, ১০ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহের নান্দাইলে পাথর ভর্তি ট্রাকে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। 

শনিবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলার মুশল্লী ইউনিয়নের তারেরঘাট বাজারে অভিযান চালিয়ে নুরী পাথর বোঝাই ট্রাকের নীচ থেকে ১৫০ বস্তা চিনি জব্দ করা হয়।

পুলিশ জানায় নুরী পাথরের নিচে চিনির বস্তাগুলো সাজানো ছিল। চিনির চালানটি  নান্দাইল উপজেলার মুশল্লী ইউনিয়নের তারেরঘাট বাজারে আসছিল। খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ সেখানে গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানায়, ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে তারেরঘাট বাজারে শনিবার বিকেলে অভিযার চালায় নান্দাইল থানা পুলিশ। সেখানে একটি ট্রাক থেকে নুরী পাথর নামানো হচ্ছিল। ওই ট্রাকের পাথরের নিচেই সাজানো ছিল ভারতীয় চিনির বস্তাগুলো। পরে ট্রাক থেকে প্রায় ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

বস্তার গায়ে লেখা ছিল ‘ইন্ডিয়ান কেইন পাওয়ার লিমিটিডে, উত্তর কারনাটাকা’ মোট বস্তা ১৫০টি। যার পরিমাণ প্রায় ৯ টন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.রাশেদুজ্জামান জানান,ট্রাকের নুরী কালো পাথরের নিচে চিনির বস্তাগুলো লুকানো ছিল। ট্রাকের ভিতর কাগজপত্র দেখে জানা যায়, ওই ট্রাকের চালক আবু বক্কর ছিদ্দিক। ট্রাকটির মালিক নান্দাইলের। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর