সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আনোয়ারায় পেঁয়াজের অতিরিক্ত দাম রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ৯ ডিসেম্বর, ২০২৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা চাতরী চৌমুহনী বাজারে ভোক্তাদের নিকট থেকে পেঁয়াজের অতিরিক্ত মূল্য আদায় করার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। 

প্রশাসনের বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (৯ই ডিসেম্বর) বেলা ১২টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এব্যাপারে আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করে দেখা যায় দোকানিদের মূল্য তালিকা রাখা হয়নি। এবং গতকাল থেকে আজকে পেয়াজের কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। যার কারণ বা মূল্যতালিকা সংরক্ষণ করা হয়নি। তাই অভিযোগ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৬টি মামলায় ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একুশে সংবাদ/এস কে

সারাবাংলা বিভাগের আরো খবর