সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গঙ্গাচড়ায় ঝাড়ুদারের বেতন-ভাতার টাকা আত্মসাতের সত্যতা মিলেছে

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১১ পিএম, ৩০ নভেম্বর, ২০২৩

রংপুরের গঙ্গাচড়ায় দুই যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ঝাড়ুদারের বেতন-ভাতার সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের সত্যতা মিলেছে। 

রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাথমিক তদন্তে টাকা আত্মসাতের বিষয়টি নিশ্চিত করেন রংপুর যুব উন্নয়ন দপ্তরের উপপরিচালক আব্দুল ফারুক। 

তিনি বলেন ‍‍`অভিযুক্ত দুই কর্মকর্তা মাহমুদুর রহমান ও দেলওয়ার হোসেনের বিরুদ্ধে মিনু মাইয়ের বেতন-ভাতা আত্মসাতের লিখিত অভিযোগ পেয়েছিলাম। প্রাথমিক তদন্তে আমরা তার সত্যতা পেয়েছি। যেহেতু আমাদের এখান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই, তাই তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, দ্রুতই ফলাফল জানা যাবে।


উল্লেখ্য, গত রোববার (২৬ নভেম্বর) এ নিয়ে আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীর বেতন ভাতা কমকর্তার আত্মসাৎ‍‍` শিরোনামে  খবর প্রকাশ হয়। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর