সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের ‘ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৯ নভেম্বর, ২০২৩

দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপিঠ ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (২৯.১১.২৩) সকাল ১০টায় সরকারি রাজেন্দ্র কলেজে সমাজকর্ম বিভাগের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা। এমন অনুষ্ঠানের আয়োজন করায় তিনি প্রশংসা করেন। তিনি বলেন, ‘এভাবে মাঝে মাঝে অনুষ্ঠানের আয়োজন করলে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এক সেতু বন্ধন রচিত হয় যা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সম্পর্কের উন্নয়নে ভূমিকা রাখে।’ 

তিনি শিক্ষার্থীদের নিজ নিজ ক্যারিয়ার গঠনে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘ক্যারিয়ারের ক্ষেত্রে শুধু সনদের জন্য নয়, প্রযুক্তির এই যুগে ব্যক্তিগত স্বপ্ন, গন্তব্য ও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে। এই কলেজ থেকে যারা বেরিয়ে যাবে তারা যেন শিক্ষা-দীক্ষায়, জ্ঞান-গরিমায়, ইতিহাস-ঐতিহ্যে পারদর্শী হয়। সে যেখানেই থাকুক, সেখানেই যেন সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়।’

কলেজের সমাজকর্ম বিভাগীয় প্রধান এবিএম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর এসএম আবদুল হালিম, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তপন কুমার কুন্ডু, সহযোগী অধ্যাপক শুভদ্বীপ বিশ্বাস ও কাজী সায়লা ইয়াসমিন, প্রভাষক সেলিম রেজা সহ শিক্ষার্থীবৃন্দ।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর