সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গোয়ালন্দে গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এইডস প্রতিরোধ প্রশিক্ষণ

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৬ নভেম্বর, ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যৌনপল্লীর যৌনকর্মীদের জন‍্য এইচআইভি/ এইডস প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র মাঠ চত্বরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ফ্রান্সের দাতা সংস্থা চির সাপোর্ট কমিটির সহযোগিতায় কেন্দ্রের ব‍্যাবস্থাপক মো. জুলফিকার আলীর সভাপতিত্ব ও ফিল্ড অ‍্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীন। বিশেষ অতিথি ও প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স‍‍`র মেডিকেল অফিসার ডাক্তার প্রদীপ কান্তি পাল।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সৌরভ কুমার বিশ্বাস, ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল  অফিসার ডাক্তার মো. নাজমুল হক, পায়াক্ট বাংলাদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার শেখ রাজীব, কেকেএস সংস্থার সমন্বয়ক মো. শাহাদৎ হোসেন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলর রেনু আক্তার, প‍্যারামেডিক হারুন অর রশীদ, খাদিজা খাতুন, মো. মোস্তাকিম হোসাইন সহ দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীর।

বক্তারা এইচআইভি/এইডস এর ভয়াবহতা এবং প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন।


একুশে সংবাদ/জ.হ.প্র/জাহা

 

সারাবাংলা বিভাগের আরো খবর