সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৭ নভেম্বর, ২০২৩

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের আওতাধীন ১,২,৩,৪ ও ৫নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন।  

শুক্রবার(১৭নভেম্বর) বিকাল ৪টায় ইসলামপুর ইউনিয়ন আ.লীগের দলিয় কার্যালয় মাঠে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোহাম্মদ নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু,  উদ্বোধক ছিলেন ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত তালুকদার, প্রধান বক্তা ছিলেন ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইমন চৌধুরী। 

সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মুহাম্মদ ছমির উদ্দিন বাবুর ও মোহাম্মদ আরমান এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন তালুকদার, আ.লীগ নেতা ও ইউপি সদস্য আজিজুল ইসলাম তালুকদার, ইউনিয়ন যুবলীগের সাধারণর সম্পাদক মুহাম্মদ নাছের চৌধুরী, যুবলীগ নেতা নুরুদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিফ হাসান বিপ্লব, ক্রীড়া সম্পাদক জোবায়ের ইসলাম চৌধুরী, লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জেকশান চৌধুরী, রেজভী চৌধুরী, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সাজ্জাদ শাহ, ইমরান, রানীরহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফুল, রিজয় চৌধুরী, সাইফুল, সিদ্দীক, জাহেদ, সাকিব, নিসান, অমন তঞ্চঙ্গ্যা, তানভীর প্রমুখ।  

এদিকে সম্মেলন জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় দলের পতাকা উত্তোলন মাথা থেকে সকাল শুরু হয়। সম্মানের সভাপতি পদে ১২জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলনের শুরুতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে ঢাক ঢোল পিটিয়ে একের পর এক মিছিল সহকারে প্রবেশ করলে সম্মেলন স্থল কানে কানে পূর্ণ হয়। প্রার্থীদের কর্মী সমর্থকরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে তোলেন সম্মেলন স্থল। 

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর