সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৪ নভেম্বর, ২০২৩

‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ এই শ্লোগানকে সামনে নিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।  এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় শহরের বাবুপাড়ার ডায়াবেটিক হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই এসে শেষ হয়। পরে জেলা ডায়াবেটিক হাসপাতালের প্রঙ্গণে একটি সচেতনতামূলক আলোচনা সভা করা হয়েছে।

সভায় জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক খ ম আবদুর রহমান রনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু, ডা. ফাতেমাতুজহুরা ও ডা. মামুন ইসাহাক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। বিশ্বে টাইপ-২ ডায়াবেটিস মহামারি আকার ধারন করছে। সে কারনে জীবন-যাপনের পরিবর্তনের মাধ্যমে এ থেকে ৭০ ভাগ রক্ষা পাওয়া সম্ভব। জীবন-যাপনের পরিবর্তন ও সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা এবং সুস্থ থাকা সম্ভব।

এ উপলক্ষে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির উদ্যোগে দুই শতাধিক নারী-পুরুষের ফ্রি ডায়াবেটিস পরিক্ষা ও পরামর্শ দেওয়া হয়েছে।

একুশে সংবাদ/এস কে 

সারাবাংলা বিভাগের আরো খবর