সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল সহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১২ নভেম্বর, ২০২৩

রাজবাড়ী জেলার পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ এর নির্দেশনায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মাদক দুই নারী কারবারি হলো, মেহরেপুর সদর উপজেলার কলাইডাঙ্গা এলাকার আব্দুল মালেক এর মেয়ে সুমি খাতুন ওরফে রজনী (২২) ও সাতক্ষীরা আশাশুনি উপজেলার মানিকখালি এলাকার হেলাল হোসেনএর স্ত্রী ও মো. কেণা গাজী‍‍`র মেয়ে আরফিন সুলতানা (২৬)।

রোববার (১২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি‍‍`র) অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান। 

জানা যায় শনিবার (১১ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেইট এলাকার জনৈক গোলাম মওলা এর রিক্সা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল সহ তাদেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি‍‍`র) অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান আরও জানান, আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের রুজু করা হয়েছে।

একুশে সংবাদ/এস কে 

সারাবাংলা বিভাগের আরো খবর