সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মোটরসাইকেল রেখে চালক উধাও; ট্যাংকির ভিতরে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ৯ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ট্যাংকির ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার। বুধবার (৭ নভেম্বর) রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি (খারাপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ওই মোটরসাইকেলের ট্যাংকের ভেতর থেকে ফেনসিডিলের বোতলগুলো জব্দ করা হয়। তবে এ সময় চালককে কোথাও পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়,বুধবার রাতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি (খারাপাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় রাস্তার পাশ থেকে একটি মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে মোটরসাইকেলটির ট্যাংকের ভেতরে অভিনব কায়দায় রাখা ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হলেও ওই মাদককারবারিকে পাওয়া যায়নি।

কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমীন বলেন,উক্ত ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর