সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হরতাল-অবরোধের প্রতিবাদে নিয়ামতপুর সরকারি কলেজে বিক্ষোভ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩০ পিএম, ৯ নভেম্বর, ২০২৩

হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ কর্মসূচি পালন করে তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সমাবেশে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এসময় নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আসিকুজ্জামান বলেন, নিয়ামতপুর কলেজে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইলে শিক্ষার্থীরা তার দাঁত ভাঙা জবাব দিবে। আমরা নিয়ামতপুর কলেজ ছাত্রলীগ অতীতের চেয়ে সুসংগঠিত। আমরা ঐক্যবদ্ধভাবে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে আছি।

তিনি আরোও বলেন, বিএনপি জামায়াতের অবৈধ হরতাল-অবরোধ এদেশের ছাত্র সমাজ ও জনগণ প্রত্যাখান করেছে। হরতাল–অবরোধ উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংগ্রহণ করেছে। ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। যারা রাতে বাসে আগুন দেয়, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন-ককটেল নিয়ে অরাজকতা করে, তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান৷

 

একুশে সংবাদ/ই.ই.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর