সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শারদীয় দুর্গাপূজায় দরিদ্রদের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২২ অক্টোবর, ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়েছে।

 

রোববার (অক্টোবর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সরিষাবাড়ী শাখার আয়োজনে পৌরসভার আরামনগর বাজার এলাকায় শ্রী শ্রী কৃষ্ণ ও কালী মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়।
 

জানা যায়, বাউসী স্বস্তিকা ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী সমীরন কুমার সাহা তুষার এর উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। 

 

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি সঞ্জিত প্রসাদ সাহা জগ, সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা এবং শ্রী শ্রী খাগড়িয়া কালীমাতা মন্দির কমিটির সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর ও মহাদেব সাহা সহ উপজেলার সকল সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দরা।

 

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর