সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কাউখালীতে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা অনুদান বিতরণ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৬ অক্টোবর, ২০২৩

আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা অনুদান বিতরণ করেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।

সোমবারব (১৬ অক্টোবর) দুপুরে কাউখালী উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ অলোক কুমার কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  বিপুল বরন ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। এসময় আরও বক্তৃতা করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুনীল কুন্ডু,  ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী ছিদ্দিকির রহমান, অধ্যাপক সঞ্জিত কুমার সাহা প্রমুখ।

সভা শেষে উপজেলার ৪৩টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে প্রধান অতিথির ব্যক্তিগত তহবিল থেকে শুভেচ্ছা অনুদান বিতরণ করেন।

প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ বলেন, এ দেশকে উন্নত রাষ্ট্র ও স্মার্ট বাংলাদেশ পরিণত করতে হলে শেখ হাসিনার সরকার বারবার দরকার। এ সরকারে আমলে হিন্দুরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে।

একুশে সংবাদ/বিএইচ/এসআর
 

সারাবাংলা বিভাগের আরো খবর