সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দূর্গাপূজায় বনপাড়া পৌর এলাকার মন্দিরে মন্দিরে আর্থিক অনুদান

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৫ অক্টোবর, ২০২৩

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বনপাড়া পৌর এলাকার সকল মন্দিরে আর্থিক অনুদান প্রদানসহ পুরোহিতদের সন্মানী প্রদান ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টবর) সকাল ১১টায় পৌর মিলনায়তনে কে এম জাকির হোসেন এর সভাপতিত্বে আতোয়ার রহমান সচিব এর সঞ্চালনায় এই আর্থিক অনুদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক‍্য পরিষদের সভাপতি ধীরেন্রনাথ সাহা, সম্পাদক জয়ন্ত কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল কুমার দাস, সম্পাদক ভারপ্রাপ্ত গনেশ মন্ডল, সাত মন্দিরের পুরোহিত  সভাপতি ও সম্পাদক, কমিশনার শিরিন আক্তার, মোস্তাফিজুর রহমান মাসুদ,আগষ্টিন কস্তা, জামাল উদ্দিন, রাজিয়া প্রমূখ।                                            

বনপাড়া পৌর সভার মেয়র পৌর আওয়ামীলীগ সভাপতি জেলা আওয়ামীলীগের অন‍্যতম সদস‍্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত‍্যাশী কেএম জাকির হোসেন সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয় তুলে ধরেন এবং পরিশেষে সাত মন্দির ও পুরোহিতদের মধ‍্য আর্থিক অনুদান প্রদান করেন।

পূজা সুষ্ট ভাবে উদযাপনের জন‍্য পৌর কমিটি গঠন করে আইন শৃংখলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।


একুশে সংবাদ/বিএইচ/এসআর

সারাবাংলা বিভাগের আরো খবর