সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মুকসুদপুরে পুলিশ সুপারের সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৩ অক্টোবর, ২০২৩

গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গা পূজা নিরাপদ, নির্বিঘ্নে উদযাপন উপলক্ষ্যে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে উপজেলার ২৯৯টি পুজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক এবং স্থানীয় সুধীজনদের নিয়ে এই সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব, পুলিশ সুপার ডিএসবি মোহাইমিনুল, মুকসুদপুর সার্কেল এসপি কামরুজ্জামান। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, পরিতোষ সরকার, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, পূজা উৎযাপন কমিটির সদস্য বিধান পান্ডে, অশোক কুমার মন্ডল, শুকদেব পোদ্দার, বিকাশ দাস প্রমুখ। সভা সঞ্চলনা করেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল। অনুষ্ঠিত বক্তারা পূজায় আইনশৃংখলা মেনে চলাসহ নির্বিগ্নে পূজা উৎযাপন নিয়ে আলোচনা করেন।

 

একুশে সংবাদ/হু.আ.ক/না.স

সারাবাংলা বিভাগের আরো খবর