সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: পথে পথে নৌকার প্রার্থী পিংকুকে সংবর্ধনা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১০ অক্টোবর, ২০২৩

লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রার্থী গোলাম ফারুক পিংকুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দলীয় নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর থেকে নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর শহর পর্যন্ত ক্ষমতাসীন দলের হাজার-হাজার নেতাকর্মী পিংকুকে সংবর্ধনা দেয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ছিল রাজপথ।

 

পরে বিকেল ৩ টার দিকে শহরে বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে পৌর আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়।

 

পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি), আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, মহিউদ্দিন বকুল, ফরিদা ইয়াসমিন লিকাসহ প্রমুখ।

 

চৌমুহনী চৌরাস্তা, বাংলা বাজার, চন্দ্রগঞ্জ, হাজির পাড়া, মান্দারি, জকসিন বাজার, ঝুমুর সিনেমা হল এলাকা ও জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পিংকুকে সংবর্ধনা দেওয়া হয়।

 

পিংকুকে ফুলেল শুভেচছা জানাতে দেখা গেছে- ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল হাসান রনি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মির্জা আমজাদ হোসেন আজিম, কাজী বাবলুসহ প্রমুখ।

 

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

 

আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি হবে ১৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর। লক্ষ্মীপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/র.ই.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর