সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আদালত চত্বরে বাদীকে মারপিট, কারাগারে দুই আসামী

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১০ অক্টোবর, ২০২৩

শাহজাদপুরে আদালত চত্বরে বাদিকে মারপিট করার ঘটনায় রন্জু মিয়া ও নুর নবী নামের দুই আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শাহজাদপুর আমলী আদালতের বিচারক গোলাম রব্বানী এ আদেশ দেন।

 

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে শাহজাদপুর আমলী আদালতে আত্নসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন না মন্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর আদেশ। 

 

বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুল আজিজ জেলহক এ তথ্য নিশ্চিত করেন।

 

রন্জু মিয়া ও নুরনবী শাহজাদপুর উপজেলার কাশিপুর গ্রামের রজব আলীর পুত্র। তাদের বিরুদ্ধে মামলার বাদি আখতার হোসেনকে হত্যা চেষ্টার অভিযোগ ছিলো। তাদের নামে গ্রেফতারী পরোয়ানা ছিলো।

 

উল্লেখ্য,  দু‍‍`বছর আগে শাহজাদপুরের কাশিপুর গ্রামের আখতার হোসেন একই গ্রামের ফটিকসহ ১৫ জনের বিরুদ্ধে মারপিট লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে শাহজাদপুর আমলী আদালতে মামলা করেছিলো। মামলাটি তদন্ত করে পিবিআই ঘটনার প্রাথমিক সত্যতা মর্মে আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করে। আদালত স্বাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের ১৪ আগস্ট রায়ে আসামীরা খালাস পেয়ে আদালত চত্বরেইবাদীকে মারপিট করলে বাদী আখতার হোসেন আসমীদের নামে আদালতে মামলা দায়ের করে। মামলার ৯জন জামিনে আছে ১নং আসামি ফটিক পলাতক আছে।

 

একুশে সংবাদ/হ.শ.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর