সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ধামরাইয়ে বজ্রপাতে নিঃস্ব দরিদ্র কৃষক

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকার ধামরাই উপজেলার কুশুরা এলাকায় বজ্রপাতে এক কৃষকের দুটি গরু মারা গেছে। গরু মারা যাওয়ার পর ওই কৃষক দিশাহারা হয়ে পড়েছেন।

 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের জেলে পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক নিতাই রাজবংশী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এলাকাবাসী জানান, সকালে বৃষ্টির মধ্যে গোয়াল ঘর থেকে তার দুটি গরু (একটি ষাঁড় ও একটি গাভী) আঙিনায় একটি চালা ঘরে বেঁধে রাখেন।

 

বেলা সাড়ে এগারোটার দিকে বৃষ্টিতে সাথে হঠাৎ বজ্রপাতে গরু দুটি ঘটনাস্থলে মারা যায়। আকস্মিক দুটি গরু মারা যাওয়ায় দরিদ্র কৃষক নিতাই রাজবংশী দিশাহারা হয়ে পড়েন। এই গরু দুটি ক্রয় করতে তিনি টাকা ধারও করেছিলেন।

 

কৃষক নিতাই রাজবংশী প্রতিদিনের বাংলাদেশকে জানান, আমি গরু দুইড্যা তিনমাস আগে কিনছিলাম। একটা ষাঁড় একটা গাভী, কিনতে যাইয়া টাকা পয়সা ধার নিছিলাম। ভাবছিলাম ষাঁড় বিক্রি কইরা দেনা শোধ করুম কিন্তু তা আর হইলো না। দুইটা গরু প্রায় দুই লাখ টাকার মাল হইছিলো। আমি নিঃস্ব হইয়া গেলাম।

 

একুশে সংবাদ/ন.ক.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর