সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নরসিংদীর মনোহরদীতে ইভটিজারকে জরিমানা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদীর মনোহরদীতে এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তের ঘটনায় রবেল নামে এক ইভটিজারকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এই ইভটিজারকে জরিমানা করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজস্ট্রেট মো: রেজাউল করিম।

 

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মনোহরদীর কৃষ্ণপুর গ্রামের যুবক রবেল দীর্ঘদিন ধরে স্থানীয় এক মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিলো। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আবার ওই মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করে রবেল। পরে মোবাইল কোর্টে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল বিএসসিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ইভটিজার রবেল মনোহরদীর কৃষ্ণপুর গ্রামের ইদ্রীস আলীর ছেলে।

 

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করার অপরাধে মোবাইল কোর্টে রবেলকে জরিমানা করা হয়েছে। সে আর কোনদিন অপরাধ করবে না মর্মে একটি লিখিত অঙ্গিকার নামাও প্রদান করেছে।

 

একুশে সংবাদ/স.ই.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর