সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জয়পুরহাটে সেবা প্রার্থীদের নিয়ে গণশুনানি

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

জয়পুরহাট জোনের সেবা প্রার্থীদের অভিযোগ, সুবিধা-অসুবিধা ও মতামত সরাসরি শ্রবণ এবং তাৎক্ষণিক প্রতিকার প্রকল্পে অংশীজনের অংশগ্রহণে গণশুনানি করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্তৃপক্ষরা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলার জাকস ফাউন্ডেশন কনফারেন্স রুমে এই গণশুনানির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে রাকাব রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপব্যবস্থাপক আ: রহিম, নিরীক্ষা হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যস্থাপক মাকসুদা নাসরীন, প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম, জয়পুরহাটের জোনাল ম্যানেজার শাকিল মাহমুদ প্রমুখ।

 

এসময় রাকাবের জেলার বিভিন্ন শাখার সেবা প্রার্থীদের অভিযোগ, সুবিধা-অসুবিধা ও মতামত সরাসরি শ্রবণ এবং তাৎক্ষণিক সমাধান দিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। একই সাথে ব্যাংকিং কার্যক্রমে আরো সচেতনতা বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছে।

 

একুশে সংবাদ/স ক 

সারাবাংলা বিভাগের আরো খবর