সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রায়পুরে অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার বিক্রি, ৫ ব্যবসায়ীর জরিমানা

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:১৭ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৩

লাইসেন্স ছাড়াই অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে লক্ষ্মীপুরের রায়পুরে ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর শহরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল ইকবাল এ অভিযান পরিচালনা করেন।

 

উল্লেখ্য, নীতিমালা লঙ্ঘন করে রায়পুর শহরসহ উপজেলার ১০টি ইউনিয়নের ৩৭টি বাজারের বিভিন্ন দোকানে এবং যত্রতত্র এলপি গ্যাস-পেট্রোল বিক্রি করে আসছে ব্যবসায়ীরা। এনিয়ে কয়েকটি সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়। এর পরে বিষয়টি নজরে আসে জেলা ও উপজেলা প্রশাসনের। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

 

উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. রাসেল ইকবাল বলেন, পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসব প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছিলো। অনেকে আবার সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছিল। এ কারণে অভিযান চালিয়ে জরিমানা সতর্কও করা হয়।

 

একুশে সংবাদ/র.ই.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর