সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক পেল প্রণোদনার বীজ

একুশে সংবাদ প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৫ আগস্ট, ২০২৩

চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার কৃষককে বিনামূল্যে বীজ দিচ্ছে সরকার।শুক্রবার  (২৫ আগস্ট ) বেলা ১১ টার দিকে উপজেলা কমপ্লেক্স চত্বরে চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

 

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনর্বাসন কার্যক্রমের আওতায় উপজেলার দুই হাজার কৃষককে জনপ্রতি প্রণোদনার পাঁচ কেজি করে ধান বীজ দেওয়া হচ্ছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহেদুল ইসলাম,  উপজেলা কৃষকলীগ সা:সম্পাদক নবাব আলী, ইউপি চেয়ারম্যান যথাক্রমে খোরশেদ বিন ইসহাক , আবদূর রহিম ও খোরশেদ আলম টিটু প্রমুখ।

 

একুশে সংবাদ/স ক  

সারাবাংলা বিভাগের আরো খবর