সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাঙ্গুনিয়া পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২২ আগস্ট, ২০২৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের ৪৩ কোটি ১৭ লক্ষ ৩১ হাজার ৫০৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে পৌরসভা মিলনায়তনে পৌরসভা মেয়র আলহাজ্ব মো. শাহজাহান সিকদার এই বাজেট পেশ করেন।

 

২০২৩-২০২৪ সনের রাজস্ব আয় ধরা হয়েছে ৩৪ কোটি ৯৪ লক্ষ ২৫ হাজার ৮৭ টাকা। প্রারম্ভিক স্থিতি ৮ কোটি ২৩ লক্ষ ৬ হাজার ৪২১ টাকা। ট্যাক্স বাবদ আয় ধরা হয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ৫০ হাজার টাকা। রেইটস বাবদ আয় ২১ লক্ষ টাকা। ব্যয়ের খাত সমূহে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ২ লক্ষ ২৫ হাজার টাকা। সমাপনী স্থিতি ৩ কোটি ১৫ লক্ষ ৬ হাজার ৫০৮ টাকা।

 

পৌরসভার প্যানেল মেয়র মোঃ জালাল উদ্দিনের সঞ্চালনায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন পৌর সচিব মোহাম্মদ আল হেলাল, কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন শাহ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগার, সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, আকাশ আহমেদ, সাধারন সম্পাদক মাসুদ নাসির প্রমুখ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভা হিসাব রক্ষক আলী মো. এরশাদ, কাউন্সিলার মো. নুরুল আবছার জসিম, মো. তারেকুল ইসলাম চৌধুরী, কপিল উদ্দিন সিকদার, মো. ওমর ফারুক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলু আকতার, ইয়াছমিন আকতার।

 

একুশে সংবাদ/ম.ত.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর