সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাদারগঞ্জ পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:১১ পিএম, ২ আগস্ট, ২০২৩

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২৩-২৪ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগস্ট) দুপুরে নবনির্মিত পৌরসভা ভবনের পৌর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

পৌরসভার প্রধান নির্বাহী মোঃ জুলহাস উদ্দিনের সঞ্চালনায়  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। অনুষ্ঠানে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

মাদারগঞ্জ পৌরসভার ২৩-২৪ অর্থ বছরের মোট রাজস্ব আয় ধরা হয়েছে চার কোটি চল্লিশ লক্ষ চৌষট্টি হাজার তিনশত বাইশ টাকা মাত্র এবং মোট ব্যয় তিন কোটি বিরাশি লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র। সর্বমোট প্রস্তাবিত  বাজেট একান্ন কোটি ষাট লক্ষ ঊনষাট হাজার তিনশত এগার টাকা মাত্র।

 

এসময় পৌরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দিকনির্দেশনা দেন এবং পৌরবাসীকে ডেঙ্গু বিষয়ে সচেতন করেন।

 

তিনি আরো বলেন, প্রস্তাবিত বাজেট পৌরসভার চলমান উন্নয়নমূলক কার্যক্রমকে তরান্বিত করবে এবং এ বাজেটের মাধ্যমে  জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এ বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার  স্মার্ট বাংলাদেশ গড়ার  লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

একুশে সংবাদ/স.ই.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর