সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খাগড়াছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১১ জুলাই, ২০২৩

"জেন্ডার সমতাই শক্তি- নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন", এ  প্রতিপাদ্যকে সামনে রেখেই খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।

 

মঙ্গলবার (১১ জুলাই) বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন‍‍`র(ইসপা)র উদ্যোগে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আলোচনা ও বিশেষসভা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগময় চাকমা সভার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা রানু চাকমা।

 

এ সময় উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এএফডব্লিউও শাহনাজ সুলতানা, এফপিআই অক্যজাই মারমা, সোহেল ত্রিপুরা, এফডব্লিউভি সোহাগ চাকমা, প্রতিভা চাকমা, ইসপা সূখি জীবন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর পেহেলী চাকমা ও সূখীজীবন প্রকল্পের রিসোর্স পুলের সদস্য প্রমূখ।

 

একুশে সংবাদ/আ.র.প্র/জাহা

সারাবাংলা বিভাগের আরো খবর